অষ্টম শ্রেণী পাশের যোগ্যতায় ২৬৮ জনকে চাকরি দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে
বাংলাদেশ রেলওয়ে তে অষ্টম শ্রেনী পাশে ই রয়েছে চাকরির সুযোগ। ৫ টি শূন্যপদে সর্বমোট ২৬৮ জন লোক নিয়োগ দেয়া হবে। আগ্রহী ব্যক্তিকে আগামী ৫ ই সেপ্টেম্বরের ২০১৯ মধ্যে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ রেলওয়ে, পূর্বাঞ্চ্ল চট্রগ্রাম শাখা।
পদের নাম, বিররন, বয়স এবং বেতন সহ অন্যান্য সুবিধা সমুহ নিচে ঊল্লেখ করা হলোঃ
ক্রঃ নং | পদের নাম | পদের সংখ্যা | বেতন স্কেল | ০৫-০৯-১৯ তারিখের বয়স | শিক্ষাগত যোগ্যতা |
০১ | আয়া | ১১ | ৮২৫০-২০০১০ | ১৮-৩০ | অষ্টম শ্রেণী |
০২ | নিরাপত্তা প্রহরী | ৩৮ | ৮২৫০-২০০১০ | ১৮-৩০ | অষ্টম শ্রেণী |
০৩ | পরিচ্ছন্নতা কর্মী | ২১৫ | ৮২৫০-২০০১০ | ১৮-৩০ | অষ্টম শ্রেণী |
০৪ | ওয়েটিং রূম আয়া | ০২ | ৮২৫০-২০০১০ | ১৮-৩০ | অষ্টম শ্রেণী |
০৫ | ল্যাম্পম্যান | ০২ | ৮২৫০-২০০১০ | ১৮-৩০ | অষ্টম শ্রেণী |
আবেদন পত্র সংগ্রহের জন্যে www.railway.gov.bd এই লিংকে ক্লিক করে ওয়েব পেজ্টি ভিজিট করুন।
আবেদন করার ঠিকানাঃ চীফ পার্সোনেল অফিসার (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম।
আবেদন করার শেষ সময়ঃ ৫ ই সেপ্টেম্বর।
আরো বিস্তারিত তথ্য জানতে নিচের সার্কুলারটি দেখে নিন। নিত্যনতুন সব ধরনের চাকরির খবর জানতে আমাদের ওয়েব সাইটটি নিয়মিত ভিজিট করুন।
No comments